You are currently viewing থ্রি ডি প্রিন্টিংঃকিছুটা বেসিক ! যা না জানলেই নয়

থ্রি ডি প্রিন্টিংঃকিছুটা বেসিক ! যা না জানলেই নয়

থ্রি ডি প্রিন্টিং কি? থ্রি ডি প্রিন্টিং হচ্ছে বস্তুর ত্রিমাত্রিক রূপ তৈরির প্রযুক্তি। বস্তুর ত্রিমাত্রিক মডেল কম্পিউটার এ ডিজাইন করে প্রিন্টারের মাধ্যমে সম্পূর্ণ বস্তুটি তৈরির প্রযুক্তির নামই থ্রিডি প্রিন্টিং। পর্যায়ক্রমে একটির উপর আরেকটি পাতলা স্তর দিয়েই বস্তুর ত্রিমাত্রিক রূপ তৈরি হয়।এছাড়া অত্যাধুনিক থ্রিডি প্রিন্টারে লেজার, স্টেরিওলিথোগ্রাফি ইত্যাদি প্রযুক্তিও ব্যাবহার করা হয় । একে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং অথবা র‍্যাপিড প্রোটোটাইপিং ও বলা হয়।

          থ্রি ডি প্রিন্টারের প্রকারভেদ নিম্নরূপঃ

  • Fused deposition modeling (FDM)
  • Selective laser sintering (SLS)
  • Stereolithography (SLA)

থ্রিডি প্রিন্টারের প্রকারভেদ এর বিস্তারিত বর্ণনা না লিখে থ্রিডি প্রিন্টার কিভাবে কাজ করে সেটা লেখাই বেশী গুরুত্বপূর্ণ বলে মনে হয় । নিচে থ্রি ডি প্রিন্টার কিভাবে কাজ করে তার বিবরন দেওয়া হলোঃ

          প্রসেসটা শুরু হয় থ্রি ডি মডেল তৈরির মধ্য দিয়ে । বিভিন্ন থ্রিডি মডেলিং সফটয়ার রয়েছে । যেমনঃ সলিডওয়ার্কস, ক্যাটিয়া ,এন এক্স , রাইনো ইত্যাদি সফটওয়ার দিয়ে থ্রিডি মডেল তৈরি করা হয় ।অথবা থ্রিডি স্কানার দিয়েও থ্রি ডি অবজেক্টের মডেল পাওয়া যায় ।

          এরপরের ধাপের নাম হচ্ছে স্লাইসিং । এটি থ্রিডি মডেলকে থ্রিডি প্রিন্টেবল করার পদ্ধতি । স্লাইসিং হচ্ছে মডেলকে হাজার হাজার আনুভূমিক ভাগে ভাগ করা। স্লাইসিং করা শেষ হয়ে গেলে মডেলটি প্রিন্টের জন্য প্রস্তুত বলা যায় ।

          এরপর শুধু মডেলটিকে প্রিন্ট দিয়ে দিলেই  তৈরি হয়ে যাবে কাঙ্খিত বস্তুর থ্রিডি প্রতিকৃতি ।

          থ্রিডি প্রিন্টিং এর ম্যাটেরিয়াল হিসেবে এবিএস,পিএলএ, নাইলন ইত্যাদির ফিলামেন্ট ব্যাবহার করা হয় । এ ফিলামেন্ট গুলো extruder nozzle এর মধ্য দিয়ে যাওয়ার সময় তাপে গলে যায়, প্রিন্টিং প্লেট এর উপরে  একটির উপর আরেকটি স্তর ফেলে থ্রি ডি অবজেক্ট তৈরি করা হয় ।

          থ্রিডি প্রিন্টিং কোথায় ব্যবহৃত হয়? ইলেক্ট্রনিক্স এর বিভিন্ন সূক্ষ্ম জিনিসের ডিজাইন করতে , ভোগ্যপন্য তৈরিতে ,গাড়ি তৈরিতে  , এরোপ্লেন তৈরিতে,ড্রোন এর পার্টস তৈরিতে , প্রপেলার তৈরিতে,শিক্ষাক্ষেত্রে সহজে শিক্ষার্থীদের জটিল জটিল বিষয় বোঝানোর জন্য, চিকিৎসাক্ষেত্রে ,কৃত্তিম হাত-পা,কিডনি,হৃদপিন্ড উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে। আর্কিটেকচারাল মডেল , ভাস্কর্য তৈরিতে এমনকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও ব্যাবহৃত হচ্ছে থ্রিডি প্রিন্টার ।এছাড়াও আরো অনেকভাবে বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায় ।ভবিষ্যতে থ্রিডি প্রিন্টিং এর ব্যবহার আরো বাড়বে বলে ধারনা করা যায়।থ্রিডি প্রিন্টিং এর ব্যবহার নিয়ে পরের পোস্টে বিস্তারিত লেখা হবে।

Leave a Reply